বর্তমানে আপনাকে যদি প্রশ্ন করা হয়, সবচেয়ে বড় প্রাণী কোনটি?🤔 আপনি হয়তো বিনা দ্বিধায় উত্তর দিবেন তিমি। কিন্তু জেনে অবাক😲 হবেন যে, এই তিমিও এককালে এক সামুদ্রিক দানবের জল খাবার ছিল। প্রাণীটি আর কেউ নয়,আজ থেকে প্রায় ২৩ মিলিয়ন বছর আগে সাগরের অতলে বাস করা মেগালোডন হাঙর🙄 (বৈজ্ঞানিক নাম:- Carcharocles megalodon) ।
Megalodon কত বড় ছিল তার উত্তর পাওয়া যায় তার দাঁত দেখেই। তবে দাঁত এবং কশেরুকা ছাড়া আর কোন নমুনা পাওয়া যায়নি। একটি হিসাব মতে Megalodon লম্বায় গড়ে প্রায় ১০ মিটার থেকে ১৮ মিটারের কাছাকাছি। (Natural History Museum)।
ইউরোপ , আফ্রিকা, আমেরিকা ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের নানাপ্রান্তে এর জীবাশ্ম পাওয়া গেছে।☠️
বিশাল দাঁত দিয়ে সাগরে একক রাজত্ব করে গেছে তারা। ছোট মাছ 🎏 থেকে শুরু করে সীল , সামুদ্রিক কচ্ছপ, ডলফিন বা ঐ গোত্রের ছোট হাঙর , তিমি ছিল Megalodon এর নিত্যদিনের আহার । অধিকাংশ সময় এরা শিকারের হৃদপিন্ড , ফুসফুস লক্ষ্য করে আক্রমণ করত ।
সামুদ্রিক জলবায়ু পরিবর্তনের কারণে ডাইনোসরের মতো এরাও বিলুপ্ত ।☠️
No comments:
Post a Comment