পুরোটা পড়ুন।
The Julida
এরা millipede পর্বের প্রানি এরা।
millipede অর্থ হাজার পদ বিশিষ্ট।
এদের দেহের প্রতি খন্ডে 2জোড়া পা বিদ্যমান।অর্থাৎ এদের অনেকগুলো পা রয়েছে।
সব থেকে অবাক করা ঘটনা হলো এরা অনেক পরিষ্কার প্রানি।
এদের সামনের দুইজোড়া উপাঙ্গ সবসময় নিজেদের শরীর পরিষ্কারে নিয়োজিত থাকে।
এরা ডিম দেয়।পুরুষেরা শুক্রাণু ফেলে রাখে ও স্ত্রী মিলিপেড তা গ্রহন করে।
সাধারণত এরা মাটির গভীরে ডিম পাড়ে।
ডিম ফুটে বাচ্চা না হওয়া পর্যন্ত এরা ডিম রক্ষণাবেক্ষণ করতে থাকে।
এরা দলবদ্ধ ভাবে থাকতে পছন্দ করে।
বি.দ্র. অনেক বাচ্চারা এটা খেয়ে ফেলে যা ঠিক না।কারন এরা তিতা স্বাদযুক্ত বিষাক্ত পদার্থ ক্ষরণ করে।
আর এরা স্বচ্ছ ও পরিষ্কার প্রানি। আসুন অযথা এগুলো ঘৃণা না করি।
No comments:
Post a Comment