Saturday, July 4, 2020

জোনাকি পোকা

বিষয় বস্তুঃ - জোনাকি!

Arthropoda পর্বের প্রাণী Fireflies বা জোনাকি। এরা গ্রামের বাড়ির আঙ্গিনায়, বাঁশ বাগান, ঝোপঝাড়ে লুকিয়ে থাকে। রাতের বেলা সক্রিয় হয় বলে জোনাকি নিশাচর পতঙ্গ। এরা জৈবিক কার্য সম্পাদনের লক্ষে আলো উৎপাদন করে এবং এদের দেহে আলো উৎপাদনকারী কোষ বা Photocyte থাকে। 

জোনাকি পোকার উৎপাদিত আলোর কাজ ( Functions of Light Producing by fireflies)

* জোনাকি এক লিঙ্গ প্রাণী। প্রজননের পূর্বে পূর্বরাগ বা বিপরীত লিঙ্গের পতঙ্গকে যৌন্ন প্রজননের জন্য উদ্দীপ্ত করা।

* কিছু জোনাকি শিকার ধরার লক্ষ্যে আলো উৎপাদন করে। 

* নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষার কাজেও জোনাকি আলো উৎপাদন করে। 

* আলোর তীব্রতার উপর ভিত্তি করে কিছু প্রজাতির লিঙ্গ নির্ণয় করা যায়।

আলো উৎপাদনের মাধ্যমে জোনাকি অন্তঃ বা আন্তঃপ্রজাতিক সম্পর্ক বা যোগাযোগ প্রদর্শন করে, যার স্বতন্ত্র গুরুত্ব অস্বীকার করা যায় না। বিধায় সাহিত্যিকগণের সাহিত্যে জোনাকি পোকার উপস্থিতি লক্ষণীয়।

No comments:

Post a Comment