আপনি কি জানেন?
বাঘ ও সিংহের মিলনে জন্ম হয় নতুন এক প্রজাতি যার নাম দেওয়া হয় #লাইগার।
লাইগার পুরুষ সিংহ (লায়ন) এবং স্ত্রী বাঘের (টাইগার) সংকরায়নে উৎপন্ন প্রাণী। লাইগার দেখতে বিশাল আকৃতির সিংহের মতো, যার শরীরে বাঘের গায়ের ডোরাকাটা দাগগুলো হালকাভাবে ছড়িয়ে-ছিটিয়ে থাকে। লাইগার হচ্ছে সবচেয়ে বড় আকারের বিড়াল প্রজাতির প্রাণী। যদিও সাইবেরিয়ান বাঘকে বিশুদ্ধ প্রজাতি হিসেবে সবচেয়ে বড় প্রজাতির বাঘ ধরা হয়। সিংহ সাঁতার কাটতে না জানলেও লাইগার কিন্তু বাঘের মতো সাঁতার কাটতে পারে।
দীর্ঘদিন বাঘ ও সিংহকে একসাথে রাখার ফলে এটি সম্ভব হয়। এই প্রাণীটির আচরণ বিড়ালের মতো এবং এটি মোটেও হিংস্র নয়। একটি বাচ্চাও লাইগারকে পোষতে পারবে।
No comments:
Post a Comment